বাঙালি জাতি পদ্মা সেতু উদ্বোধনের জন্য অপেক্ষায়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এ জনসভা একটি ঐতিহাসিক জনসভা। প্রধানমন্ত্রী আগামীকাল ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। বাঙালি জাতি পদ্মা সেতুর উদ্বোধনের জন্য অপেক্ষা করছে। স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক হিসেবে পরিচয় লাভ করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই।

শুক্রবার মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে জনসভাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আ. রহমান, শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সোমবার থেকে সীমিত লকডাউন, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক

আনসারুল হক

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করলো সরকার

নূর নিউজ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ