বাবা হুজুর-এর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া

চরমোনাই’র মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ মুহাম্মদ এছাহাক রহ.-এর জামাতা, হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস হযরত মাওলানা মমতাজুল করীম (বাবা হুজুর) আজ ২৮ মার্চ, ৫ রমযান রাত ১:২০ টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হযরত মাওলানা মমতাজুল করীম (বাবা হুজুর)-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলস্নামা নুরম্নল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দড়্গণি সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় শিড়্গক

ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, জাতীয় তাফসীর পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

পীর সাহেব চরমোনাই বলেন, হযরত মাওলানা মমতাজুল করীম (বাবা হুজুর) উম্মুল মাদারীস হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, আমার শ্রদ্বেয় ফুফাজান ছিলেন। তিনি বরেণ্য আলেমে দ্বীন, মহান বুজুর্গ আলেম। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রথিতযশা আলেম এবং মুরব্বীকে হারালাম। যার অভাব আজীবন অনুভূত হবে। রব্বে কারীমের দরবারে ফরিয়াদ, তিনি যেন হযরতকে জান্নাতে আ’লা মাকাম

দান করেন। তার পরিবার পরিজন, ভক্ত, অনুরক্ত, ছাত্রদের সবর করার তৌফিক দান করেন।

এ জাতীয় আরো সংবাদ

‘সোশ্যাল মিডিয়ায় দেশের সম্মান নষ্ট করলে জামিন হবে না’

আলাউদ্দিন

শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে চায় ভারত

নূর নিউজ

সচেতনতার অভাবে অনেক মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে : প্রধান বিচারপতি

নূর নিউজ