বিরোধীদের ‘ছদ্মবেশী জোটে’ ভোটারদের না পড়ার আহ্বান এরদোগানের

বিরোধী দলগুলোর ‘ছদ্মবেশী জোটে’ না পড়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আগামী ৩১ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে প্রচার চালাতে গিয়ে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। এদিন তিনি পূর্ব তুরস্কের আগ্রি শহরে একটি নির্বাচনি প্রচারে অংশ নেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, ‘যদিও জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে) গত বছরের সাধারণ নির্বাচনে আগ্রিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। তবে আসন্ন নির্বাচনে এই অঞ্চলে আমার দল জয়লাভ করবে তা নিশ্চিত।’

একে পার্টির প্রধান বিরোধী দল তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। নির্বাচনি প্রচারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন,’একটি নির্দিষ্ট দল সিএইচপির সহযোগিতায় একক-দলীয় ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিল। তারা অতীতে এই কাজটি করেছে বন্দুকের সাহায্য নিয়ে আর আজ গোপন জোটের মাধ্যমে তা করতে চায়। ‘

এরদোগান তার ভাষণে পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (ডিইএম পার্টি) নামে পরিচিত সিএইচপি এবং পিকেকেপন্থি গ্রিন লেফট পার্টির (ওয়াইএসপি) মধ্যে একটি অনানুষ্ঠানিক জোটের কথা উল্লেখ করেন। এই জোটটিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

পিকেকে ‘বিচ্ছিন্নতাবাদী সংগঠন’ হিসেবে বর্ণনা করে এরদোগান বলেন, ‘সংগঠনের সমর্থনপুষ্ট, রাজনীতিবিদরা, নিজেদের স্বার্থে নোংরা দর কষাকষির চেষ্টা করছেন। ‘

ভোটারদের ইচ্ছা বা মতামতকে সিএইচপি বা সিএইচপি প্রশাসকদের লোভের কাছে হস্তান্তর করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

নূর নিউজ

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য নিরাপত্তার ‘একমাত্র পথ’: সৌদি আরব

নূর নিউজ

টিকার সনদ থাকলেই করা যাবে ওমরাহ

আনসারুল হক