ব্রাক্ষণবাড়ীয়ায় ‘সম্মিলিত সেবা সংস্থা’র পথচলা শুরু

মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

‘দুঃখ, দুর্যোগে জেলাবাসীর পাশে’- এ প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের সেবার ব্রত নিয়ে পথচলা শুরু করেছে সম্মিলিত সেবা সংস্থা। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের টি এ রোডের ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক সাদেকুর রহমান, সাংবাদিক আল আমিন শাহীন, সাংবাদিক মফিজুর রহমান লিমন, সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, সাংবাদিক জালাল উদ্দিন রুমী, সাংবাদিক জসীম উদ্দিন, মজিবুর রহমান খান, সমাজকর্মী লিটন পাল, আবদুল করিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন করোনা আক্রান্ত লাশ দাফন উপ কমিটির প্রধান হাফেজ ইশরাত হোসেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. মনির হোসেনসহ উভয়ের পরিবারের সুস্থতা এবং সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলমের স্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় যে কোনো দুর্যোগে সম্মিলিত সেবা সংস্থা জেলাবাসীর পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় করোনা আক্রান্ত লাশ দাফনের জন্য হাফেজ ইশরাত হোসেন ও লাশ সৎকারের জন্য প্রকাশ দাসকে প্রধান করে দুটি স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়।

 

এ জাতীয় আরো সংবাদ

আজ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

কাতারস্থ রাষ্ট্রদূতের সঙ্গে আলনূর নেতৃবৃন্দের বিদায়ী সাক্ষাত

আনসারুল হক

তাহাফফুজে খতমে নবুওয়তের উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নূর নিউজ