ভুল ধরতে মাদরাসার বই পড়বেন নিঝুম মজুমদার, কমেন্টে কওমী তরুণদের প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ

আলোচিত ও সমালোচিত অনলাইন এক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার গতকাল রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছেন, কওমি মাদ্রাসার কিতাবগুলো পড়বেন এবং দেখবেন কোথায় কোথায় অসংগতি কিংবা সংশোধনী প্রয়োজন।

সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে এমন ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, “আগামী এক সপ্তাহ ধরে মাদ্রাসার সমস্ত বই-পত্র পড়বো। দেখবো সেখানে কি কোয়ালিটির/মানের পাঠদান দেয়া হয়। এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাবার ইচ্ছে আছে। তোমরা আমাদের বইতে হাত দাও, কথা বলো। এইবার আমরাও তোমাদের বই নিয়ে গবেষনা করবো”

তার এই পোস্টের পর কওমি মাদ্রাসার তরুণ আলেমরা হাস্যরসে মেতে উঠেছেন। কওমি জগতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে তার এই পোস্ট। নিজের ভেরিফাইড পেইজে দেয়া সেই পোস্টের কমেন্টে অনেকে বিভিন্ন কিতাবের নাম উল্লেখ করে সেগুলোর মর্মার্থ তুলে ধরার চ্যালেঞ্জ দিচ্ছেন। কেউ কেউ প্রথমে আরবি শেখার পরামর্শ দিচ্ছেন। আবার অনেকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নূর নিউজের পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে কয়েকজন কওমি ঘরানার লেখক, সাংবাদিকদের কমেন্ট তুলে ধরা হল।

আশরাফুল আলম নামক জনৈক কওমী আলেম লিখেছেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তবে কথা হচ্ছে মাদ্রাসার বই পড়তে গেলে অবশ্যই আপনাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে। এক্ষেত্রে যারা আরবি ভাষায় পারদর্শী তাদের শরণাপন্ন হওয়ার বিশেষ পরামর্শ রইল।

প্রতিউত্তরে নিঝুম মজুমদার লিখেছেন, শিওর ব্রাদার।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের হাবিবুল্লাহ সিরাজ লিখেছেন, نور الأنوار ভীষণ করে অনুরোধ রইলো। এই কমেন্টের কোন রিপ্লাই করেননি ব্যারিস্টার নিঝুম মজুমদার।

লেখক ও সাংবাদিক মাহমুদুল হাসান লিখেছেন, মুখতাসারুল মাআনী পইড়ে কি বুঝেন জানাইয়েন। আমি অপেক্ষায়।

কিন্তু তার এই পোষ্টের কোন উত্তর দেননি ব্যারিস্টার নিঝুম মজুমদার।

ইমাম হাসান রুমি লিখেছেন, আমাদের বই, তোমাদের বই। মানে কী? (!) বিভাজন আর কত করবেন?

এই কমেন্টেরও কোন প্রতি উত্তর করেননি আলোচিত ও সমালোচিত এক্টিভিস্ট নিঝুম মজুমদার।

ওসমান গনি লিখেছেন, আপনার সৎ উদ্দেশ্যকে অবশ্যই সাধুবাদ। কারণ বিশ্বের অনেক বড় নাস্তিকরাও কুরআনের বইগুলো রিসার্চ করেই ইসলামের ছায়াতলে এসেছেন। শুভ কামনা❣️। (তবে নিঝুম মজুমদার নাস্তিক কিনা এ বিষয়ে নূর নিউজের কাছে কোন তথ্য নেই)

এ জাতীয় আরো সংবাদ

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য

নূর নিউজ

ওমরা পারনে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিক ও রিয়াদ

নূর নিউজ

ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে : হেফাজতে ইসলাম

আনসারুল হক