মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৮তম মারকাজি ইজতেমা।

আগামী ৫ নভেম্বর (শনিবার) রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

মারকাজি ইজতেমায় হারদুয়ী হযরতের খলিফাগণ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ-বিদেশের আলেম, পীররা উপস্থিত থাকবেন।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা.-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ জাতীয় আরো সংবাদ

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

নূর নিউজ

সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নূর নিউজ

আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ