মহাগ্রন্থ আল কুরআন শিখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশী চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার মুহতামিম ও হেফাজত নেতা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। ইসলাম, কুরআন-সুন্নাহর বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুজনের মাঝে। আলোচনা শেষে কুরআনের মর্মবাণী অনুধাবনের জন্য এ সিদ্ধান্ত নেন তিনি।
আগামী মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) বাদ আসর থেকে একজন আলেমের কাছে কুরআন শিক্ষা শুরু করবেন ড. জাফরুল্লাহ ।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হুজুর এর সাথে সাক্ষাৎ এবং ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে টক’শো করে তিনি কোরআন শিক্ষার প্রেরণা পান বলে জানাগেছে।