মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে হেফাজতের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ (১৭ মে) এক শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব বলেন, প্রবীণ আলেমে দ্বীন মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম। ছাত্র অবস্থা থেকেই তিনি অত্যন্ত মেধাবী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি ছিলেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর অন্যতম মেধাবী ছাত্র।

শিক্ষকতা জীবনেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিন যাবত তিনি হাদিসের দরস দিয়ে ইলমী খিদমত আঞ্জাম দিয়েছেন। একই সাথে তিনি সিলেটের অন্যতম প্রধান দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ইলমী খিদমতের মাধ্যমে তিনি হাজার হাজার আলেম-উলামা তৈরি করেছেন।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী একই সাথে দ্বীনি আন্দোলনের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অন্যায়-অবিচার, ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। তিনি দক্ষতার সাথে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নায়েবে আমীরের দায়িত্ব পালন করে গেছেন।

এমন একজন প্রবীণ ও অভিজ্ঞ আলেমে দ্বীনের ইন্তেকালে দেশ ও ইলমী দুনিয়ার বিশাল ক্ষতি হয়ে গেলো। যার শুন্যতা কখনোই পূর্ণ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের নাজাত ও দারাজাত বুলন্দির জন্য দোয়া করি। একই সাথে পরিবার পরিজন ও ছাত্র-মুহিব্বীনদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে সবরে জামীল দান করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ

এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০

নূর নিউজ

গণঅবস্থানের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ