মাত্র ৯৯ দিনে কুরআনের হাফেজ হলো ৮ বছরের ইয়াছিন আব্দুল্লাহ

মাত্র ৯৯ দিনে পুরো কুরআন মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইগড়ের জামিয়া দাওয়াতুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আবদুল্লাহ।

তুখোড় মেধাবী আট বছর বয়সের এ বিস্ময় বালক চলতি মাসের ৮ তারিখে কুরআনে কারিম মুখস্থ করে শেষ করেছে।

জামিয়া দাওয়াতুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মামূনুর রশীদ জানিয়েছেন, এই মাদরাসার ইতিহাসে ইয়াসিন আবদুল্লাহ সর্বকনিষ্ঠ এবং অতি অল্পসময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থকারী কীর্তিমান শিক্ষার্থী।

তার এই অসাধারণ সাফল্যের পেছনে হিফজ বিভাগের শিক্ষকদের সযত্ন তত্বাবধান বিশেষ ভূমিকা পালন করেছে।

ইয়াসিন আবদুল্লাহর পিতা মো. শাহ আলম একজন নির্মাণ শ্রমিক। মাতা গৃহিণী শাহিনুর বেগম। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দুগাছিয়ায় হলেও জীবিকার টানে তারা ভূঁইগড়ে বসবাস করেন। এক ছেলে ও এক মেয়ের সংসার। ইয়াসিন আবদুল্লাহর বড় বোন সুমাইয়া আক্তার লামিয়াও দাওয়াতুল কুরআন মাদরাসার বালিকা শাখা উম্মে মুআয তালীমুন্নিসার শিক্ষার্থী।

এ জাতীয় আরো সংবাদ

মিয়ানমারের হামলার আশঙ্কা: নিরাপত্তা চেয়ে জাতিসংঘে রোহিঙ্গাদের চিঠি

নূর নিউজ

ছাত্রলীগের তোপের মুখে এমপি সিরাজ, আশ্রয় নিলেন পুলিশ ফাঁড়িতে

আলাউদ্দিন

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ