দীর্ঘ ৩৪ দিন হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল আন্দোলনে গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্র মো. সুমন মিয়া।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৭টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুমনের বড় ভাই জুলহাস মিয়া।
সুমন নরসিংদীর মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে মাধবদী জালপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুমনের ভাই জুলহাস মিয়া জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম দিক থেকেই সক্রিয়ভাবে অংশ নেয় সুমন। তাকে বারবার আটকানোর চেষ্টা করেও ধরে রাখা যায়নি। নরসিংদীসহ সারা দেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখনই গত ২০ জুলাই মাধবদী থানার সামনে আন্দোলরত অবস্থায় পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সুমন।
তিনি বলেন, সুমনকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। আজ সব যন্ত্রণার অবসান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে।