‘মার্চ ফর গাজা’য় সংহতি জানিয়ে অংশগ্রহণের আহ্বান খেলাফত ছাত্র আন্দোলনের

ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘মার্চ ফর গাজা’য় সংহতি জানিয়ে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ই এপ্রিল) সকালে লালবাগ কেল্লার মোড়স্থ ছাত্র আন্দোলনের কেন্দ্রী কার্যালয়ে মাসিক মাশওয়ারায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সন্ত্রাসীরা নিঃসংশ হামলা করে হাজার হাজার নারী শিশু হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করছে। কিন্তু দুঃখের বিষয়, তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে।ফিলিস্তিনের মানুষ মুসলিম বলে তাদের সাথে বর্ণবাদী আচরণ করছে। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলতে হবে।

নেতৃবৃন্দ খেলাফত আন্দোলনের সদ্যপ্রয়াত আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী রহ. এর মাগফেরাত কামনায় দোয়া করেন এবং ১২ এপ্রিলের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেন। কর্মসূচি বাস্তবায়নের জন্য দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহনের আহ্বান জানান তারা।

এ জাতীয় আরো সংবাদ

বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসন করার যে কোন প্রচেষ্টা প্রতিহত করা হবে: চরমোনাই পীর

আনসারুল হক

২২ ফেব্রুয়ারি থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নূর নিউজ

অনুমোদন পেলো ১৪ আইপি টিভি

নূর নিউজ