মার্চে রেমিট্যান্স এসেছে ১.৮৬ বিলিয়ন ডলার, ৮ মাসে সর্বোচ্চ

গত মে মাসের পর থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ কমেছে। এর ধারাবাহিকতা বজায় ছিল আগস্ট মাসেও।

জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। এটা আগস্টে কমে হয়েছে ১ হাজার ৮১০ মিলিয়ন ডলার। আর গত বছরের আগস্টে দেশে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৯৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসেও প্রবাসী আয় নিম্নমুখী ছিল। জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। তার আগের মাসে এটা ছিল ১ হাজার ৯৪১ মিলিয়ন ডলার। মে মাসে এ বছরের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৭০ মিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আজ জানায়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৩ হাজার ৬৮২ মিলিয়ন ডলার। গত অর্থবছরে একই সময়ে আয় এসেছিল ৪ হাজার ৫৬২ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরো সংবাদ

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ভাড়া ৫ হাজার টাকা কমছে

নূর নিউজ

কানাডার নির্বাচনে প্রার্থী বিএনপি’র সাবেক এমপি

নূর নিউজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

নূর নিউজ