মাহে রমজানকে স্বাগত জানিয়ে সারাদেশে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

রমজানের পবিত্রতা রড়্গা এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হলে রোজাদারের বদদোয়া সরকারের করম্নণ পরিণিত বয়ে আনবে মাহে রমজানের পবিত্রতা রড়্গা, দিনের বেলায় হোটেল রে¯েত্মাঁরা বন্ধ রাখা,

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে আজ বুধবার ২২ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী জেলা ও মহানগরে রমজানের স্বাগত মিছিল কর্মসূচি পালন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গত ১৪ মার্চ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা থেকে এ কর্মসুচি ঘোষণা করা হয়। এছাড়াও আগামীকাল ২৩ মার্চ সারাদেশের থানায় থানায় এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।

মাহে রমজানের পবিত্রতা রড়্গার দাবি নিয়ে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরম্নত্ব দিয়ে সারাদেশে শাšিত্মপূর্ণভাবে স্বাগত মিছিল কর্মসূচি পালিত হয়েছে। কোন কোন জেলা প্রশাসনের বাধাঁর মধ্য দিয়ে মিছিল

পালন করে। ঢাকা জেলা উত্তর সাভারে কর্মসূচি পালন করতে চাইলেও মিছিল করতে দেয়নি প্রশাসন। যে সকল জেলায় একযুগে এ কর্মসূচি পালিত হয়েছে সেগুলোর মধ্যে রায়েছে ঢাকা মহানগর উত্তর ও দড়্গণি, ঢাকা জেলা দড়্গণি, ঢাকা জেলা দড়্গণি, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর

মহানগর, গাজীপুর জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর, মোমেনশাহী দড়্গণি, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা পূর্ব, পাবনা পশ্চিম, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রামপূর্ব, চট্টগ্রাম পশ্চিম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী উত্তর, নোয়াখালীbদড়্গণি, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, কুমিলস্না মহানগর, কুমিলস্না উত্তর,

কুমিলস্না দড়্গণি, কুমিলস্না পশ্চিম, বি-বাড়ীয়া, খুলনা মহানগর, খুলনা জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুরমহানগর, রংপুর জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর উত্তর, দিনাজপুর দক্ষিণ, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী।

স্বাগত মিছিল পূর্ব সমাবেশগুলো থেকে জেলা নেতৃবৃন্দ রহমত, বরকত ও নাজাতের

বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রড়্গা করা সকলের দায়িত্ব।

তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।

বরাবরের মতো সরকার এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য

সাধারণ মানুষের ক্রয়ড়্গমতার সম্পূর্ণ বাইরে। তিনি সরকারকে কঠোর হুশিয়ারি

উচ্চারণ করে বলেন- রমজানের পবিত্রতা রড়্গার্থে অশস্নীলতা বেয়াপনা

নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা

নিতে হবে। মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরম্নদ্ধে দ্রম্নত পদড়্গপে

নিয়ে এদের দমন করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে

তোলা হবে। নেতৃবৃন্দ বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন ‘রমজানে দ্রব্যমূল্যের

দাম বাড়বে না’ অথচ তার ঘোষণার আগেই সরকার দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট

বুর্জোয়া গোষ্ঠী শবে বরাতের আগেই বহুগুণ বাড়িয়ে জনগণকে নিষ্পেষণ করছে।

বাণিজ্যমন্ত্রী এ সিন্ডিকেট ভাংতে বারবার ব্যর্থ হয়েছে। তারা রোজাদার

সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে খেয়ে যেন রোজা পালন করতে পারে সে ব্যাপারে

কার্যকরি উদ্যোগ নিতে আহ্বান জানান।

ঢাকা মহানগর দড়্গেিণর ২৭ থানায় স্বাগত মিছিল অনুষ্ঠিত : এদিকে দেশব্যাপী

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দড়্গেিণর ২৭

থানায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। পল্টন, শাহবাগ, নিউ মার্কেট,

ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, কোতয়ালী, বংশাল, সূত্রাপুর,

গেন্ডারিয়া, শ্যামপুর, কদমতলী পশ্চিম, কদমতলী পূর্ব, যাত্রাবাড়ী পূর্ব,

যাত্রাবাড়ী পশ্চিম, ডেমরা উত্তর, ডেমরা দড়্গণি, মুগদা, খিলগাঁও, সবুজবাগ,

মতিঝিল, ওয়ারী থানা শাখা পৃথক পৃথক স্বাগত মিছিল বের করে। মিছিলগুলোতে

ব্যাপক উপস্থিতি লড়্গ্য করা যায়। এসব মিছিলগুলো থেকে নেতৃবৃন্দ বিশ্বের

অন্যান্য মুসলিম দেশগুলোর মত বাংলাদেশেও নিত্যপণ্যের দাম কমানোসহ

রোজাদারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চালু করা এবং রমজানের পরিবেশ

রড়্গার্থে সকল প্রকার অশস্নীলতা বেহায়াপনা বন্ধ রাখতে হবে। সেইসাথে যানজট

নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাসের ব্যবস্থা করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: শিক্ষামন্ত্রী

নূর নিউজ

মাছ-মাংস-মুরগি- সবজিতে ‘আগুন’, ভোক্তাদের নাভিশ্বাস

নূর নিউজ

ভারতের উচিৎ বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া : হেফাজত

নূর নিউজ