মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি

লিবিয়ার সাবেক শাসক মুয়ামার গাদ্দাফির তৃতীয় ছেলে ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রবিবার দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে। তিনি এখনো দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয় নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মুক্তি পাওয়ার পরই তিনি একটি বিমানে করে তুরস্কের ইস্তাম্বুলে চলে গেছেন।

প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং সমঝোতার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাদি গাদ্দাফি। ওই সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ।

পিতা মুয়ামার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার প্লে বয় লাইফ স্টাইলের জন্যে বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে সাদি গাদ্দাফির বিরুদ্ধে। সে সময় নাইজারে পালিয়ে গিয়েছিলেন এক সময়ের পেশাদার ফুটবলার সাদি গাদ্দাফি। পরে নাইজার থেকে তাকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়। অন্যদিকে লিবিয়ায় আটক তার আরেক ভাই সাইফ আল গাদ্দাফি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সূত্র: এএফপি, আলজাজিরা।

এ জাতীয় আরো সংবাদ

দ্রুত বাড়ছে ওমিক্রনের সংক্রমণ : ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

নূর নিউজ

৩৩ টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী

নূর নিউজ

আফগানিস্তানে মধ্যরাতে গোয়েন্দা প্রধান নিহত

নূর নিউজ