‘মুরাদকে নিরাপদ জায়গায় প্রধানমন্ত্রীই পাঠিয়েছেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডা. মুরাদ হাসানকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মুরাদকে বহিষ্কার করেছে। তার বিরুদ্ধে নাকি মামলাও হয়েছে। কিন্তু কালকে তিনি ফ্লাই করেছেন। তার মানে প্রধানমন্ত্রীর নির্দেশে মুরাদ অপরাধ করেছে। প্রধানমন্ত্রীই তাকে রক্ষা করার জন্য নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এটা কি মিথ্যা?

তিনি বলেন, আজ আইনের শাসন না থাকলেও একজন ব্যক্তির শাসন আছে তার নাম শেখ হাসিনা। বিচার বিভাগও চলে একজনের কথায়। বাংলাদেশে গুম, হত্যা এমন কোনো ঘটনা নেই, যেটা এই সরকার জানে না বা তাদের নির্দেশ ছাড়া হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন। সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। খালেদা জিয়া এমন কোনো অপরাধ করেননি, যে ক্ষমা চাইতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে সাভারে জাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

নূর নিউজ

গানিস্তানের নতুন সরকারকে স্বাগত জানিয়ে যা বলল চীন

নূর নিউজ

আমরা অর্থনীতিকে টিকিয়ে রাখার লড়াই করছি: মির্জা ফখরুল

নূর নিউজ