মৃত্যুর পরেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর!

মৃত্যুর পরেও রেহাই পায়নি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। মৃত্যুর পর নিথর দেহকেই ঝোলানো হয়েছে ফাঁসির দড়িতে। ঘটনা ইরানের।

জানা যায়, স্বামীকে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আগেই হৃদরোগে আক্রান্ত মারা যান। তবু ফাঁসি থেকে রেহাই পায়নি দণ্ডপ্রাপ্ত আসামি। ইরানের রাজাই শাহর জেলে মৃত ওই নারীর নাম জাহরা ইসমাইলি। মৃত্যুর পর সেই নিথর দেহকেই ফাঁসিতে ঝোলানো হল।

জাহরার আইনজীবী ওমিদ মোরাদির অভিযোগ, ফাঁসির আগে আরও ১৬ জন সাজাপ্রাপ্তের পিছনে লাইনে দাঁড় করানো হয়েছিল দুই সন্তানের মা জাহরাকে। চোখের সামনে একের পর একজনকে ফাঁসিতে ঝুলতে দেখে সেই মানসিক ধাক্কা সামলাতে পারেননি জাহরা। লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কিন্তু এরপরেও তাকে ছাড় দেওয়া হয়নি।

চীনের পর ইরানেই সবচেয়ে বেশি প্রাণদণ্ডের শাস্তি দেওয়া হয়। মাদক পাচার, মদ্যপান, সমকামিতা, বিয়ের আগেই যৌন সম্পর্কের মতো অভিযোগেও সেদেশে প্রাণদণ্ডের শাস্তি দেওয়ার নজির রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বিজয়ী অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান

আলাউদ্দিন

হেদয়াত কামনা করে মাওলানা ইবরাহিম দেওলার আখেরি মুনাজাতে শেষ হলো রায়বেন্ড ইজতেমা

নূর নিউজ

হাজিদের লাগেজে এই ৩০ পণ্য পাওয়া গেলে রেখে দেবে সৌদি

নূর নিউজ