যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা মির্জা বাড়ি এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

শনিবার দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর সামাদ নগর ময়লা ডিপোর রাস্তায় নাদিল জুতা কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজ দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থলে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।

এ জাতীয় আরো সংবাদ

৭ মার্চের ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, যুদ্ধ করে স্বাধীনতা আনতেও প্রস্তুত করেছে : প্রধানমন্ত্রী

নূর নিউজ

গভীর রাতে বাড়তে পারে শীত!

নূর নিউজ

‘সর্বস্তরের ওলামায়ে কেরামের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ’

নূর নিউজ