যুক্তরাষ্ট্রে গু’লি চালিয়ে ১৭ জনকে হ’ত্যার দায়ে আসামির যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেই প্রাথমিক বিদ্যালয়ে গু’লি চালিয়ে ১৭ জনকে হ’ত্যার দায়ে অভিযুক্ত হন ২৪ বছর বয়সী নিকোলাস কার্জকে মৃ’ত্যু’দণ্ডের পরিবর্তে যাব’জ্জীবন কা’রাদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘ শুনানি শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার জুরিবোর্ড নিকোলাসকে এ দণ্ডাদেশ দেন।

আদালতে আসামির আইনজীবী বলেন, নিকোলাস পেটে থাকাবস্থায় তার মা প্রচুর মদ্যপান করতেন। সেটির নেতিবাচক প্রভাব পড়েছে নিকোলাসের মস্তিস্কে। তাই নিকোলাসকে মৃ’ত্যুদণ্ড না দিয়ে যাব’জ্জীবন কা’রাদণ্ডের সাজা দেওয়ার আবেদন করেন তিনি।

শুনানি শেষে জুরিবোর্ড নিকোলাসকে যা’বজ্জীবন কা’রাদণ্ড দিয়েছেন।

বিগত ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছিলেন নিকোলাস। নিহতদের মধ্যে ১৪ জনই ছিল শিক্ষার্থী।

হত্যাকাণ্ড চালানোর সময়ই তাকে গ্রেফতার করা হয়। এতদিন বিচার চলছিল নিকোলাসের। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি উঠেছিল ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে। তবে শুনানি শেষে ১২ সদস্যের জুরিবোর্ড নিকোলাসকে মৃ’ত্যুদণ্ড নয়, যাব’জ্জীবন কারা’দণ্ডের সাজা দেন।

এ জাতীয় আরো সংবাদ

গোলাগুলির পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মল লকডাউন

নূর নিউজ

৭১৭ বছরের জেল হতে পারে ট্রাম্পের

নূর নিউজ

হোয়াইট হাউসের পাশের বিল্ডিংয়ে আগুন

নূর নিউজ