যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশের নুসরাত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান নারী ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী।

ফেডারেল বিচারক হিসেবে নুসরাত জাহানকে দেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন বৃহস্পতিবার (১৫ জুন) অনুমোদন দেয় সিনেট। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।

নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে নুসরাত আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার আইনি পরিচালক হিসেবে কাজ করেছেন।

নুসরাতকে স্বাগত জানিয়েছেন এসিএলইউর নির্বাহী পরিচালক অ্যান্থনি ডি রোমেরো।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

মন্দিরে পেছন থেকে ধাক্কা, আহত মমতাকে নেওয়া হচ্ছে হাসপাতালে

আলাউদ্দিন

নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তে জঙ্গি হামলায় নিহত ৫০

নূর নিউজ

ইমরান খানকে গ্রেফতারের পেছনের কারণ কী?

নূর নিউজ