যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন নেই: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপোড়েন নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গণমাধ্যমকে এর জন্য দায়ী করে বিদেশি দূতদের প্রশ্নবানে জর্জরিত না করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিষেধাজ্ঞার গুঞ্জন সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো টানাপোড়েন চলছে না, এগুলো মিডিয়াতে চলছে। আপনারা ওদের ত্যক্ত করেন। আল্লাহর ওয়াস্তে ওদের ত্যক্ত করবেন না। এটা আমাদের খুব লজ্জা লাগে। বিদেশি একজন রাষ্ট্রদূত কোথাও গেলে তার প্রাইভেসি নষ্ট করেন। আমি এটা পছন্দ করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রতিবেদন দেখি নাই। আপনি অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, আমরা একটা আদর্শ দেশ। গাজায় কী ধরনের মানবাধিকার হচ্ছে? এমনকি অন্যান্য উন্নত দেশেও লোকজন ক্লাবে-স্কুলে মেরে ফেলে। আমাদের এখানে বিনা বিচারে কাউকে মারে না।’

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের দূতদের সাক্ষাৎ

নূর নিউজ

টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত হলেন ত্রাণ সচিব

আলাউদ্দিন

সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আনসারুল হক