যে আসনগুলোতে প্রার্থীর ঘোষণা দেয়নি আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি। বর্তমানে কুষ্টিয়া–২ আসনে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আর নারায়ণগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এ কে এম সেলিম ওসমান।

এর আগে রোববার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন ওবায়দুল কাদের।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেক আলোচিত নেতাই বাদ পড়েছেন। এর মধ্যে মাগুরা–১ আসন থেকে বাদ পড়েছেন সাইফুজ্জামান শেখর। তার বদলে মনোনয়ন দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে।

এ জাতীয় আরো সংবাদ

আগামী নির্বাচনে জাতীয় সরকারের কোন বিকল্প নেই

নূর নিউজ

সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়-মুফতী সৈয়দ ফয়জুল করীম

নূর নিউজ

দেশ ইসলাম ও মাদরাসা বিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: মাওলানা আজিজী

আলাউদ্দিন