যৌথ উদ্যোগ সিলেটে আরবি ভাষা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ 

গত ৩০ ডিসেম্বর সিলেটের লা ভিস্তা রেস্টুরেন্টে আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ এবং উত্তরার মানারুশ শারক্ব মাদ্রাসা।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্যে আরবি ভাষার গুরুত্ব এবং এর বিস্তারে সকলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটিতে ছিলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আরবি ভাষার ইতিহাস এবং বৈশ্বিক গুরুত্ব নিয়ে প্রশ্নোত্তর পর্ব, আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে। এতে শিক্ষার্থীরা আরবি ভাষায় বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া হালাল নাট্য পরিবেশনার আয়োজন অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে। যার মাধ্যমে উঠে আসে আরবি ভাষার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কাতারে অবস্থানরত আল নুর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউসুফ নূর। এ সময় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে আরবি ভাষার গুরুত্ব ও এটি চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের শেষে, আরবি ভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অতিথিদের সম্মানার্থে স্মারক ক্রেস্ট প্রদান করেন।

এ জাতীয় আরো সংবাদ

লিভারপুল সিটিতে প্রথম মুসলিম কাউন্সিলর

নূর নিউজ

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ

রাষ্ট্রদূতকে তলব করে সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে করতে হবে

নূর নিউজ