রমজানে জামাতে নামাজ পড়লে সাইকেল উপহার

আসন্ন রমজানে মাসজুড়ে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে শিক্ষার্থীদের সাইকেল উপহারের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন খান।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এমন ঘোষণা সম্বলিত ব্যানারও দেখা গেছে।

স্থানীয় রহিম সিকদার বলেন, শিক্ষার্থীদের নামাজ পড়তে উৎসাহী করার একটা দারুণ উদ্যোগ। এমন উদ্যোগে সাড়া দিয়ে সব শ্রেণির শিক্ষার্থীরা পুরো রমজান মাস জুড়ে জামাতে নামাজ আদায় করবে এমনটাই প্রত্যাশা করছি।

আরেক বাসিন্দা শাহীন আহমেদ বলেন, অনেকেই আছে যারা নিয়মিত নামাজ আদায় করে। কমিশনারের এমন আয়োজনের পর অনেক শিক্ষার্থী জামাতে নামাজে উৎসাহি হবে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

কাউন্সিলর মো. রাজিব হোসেন খান গণমাধ্যমকে বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীদের জামাতের সহিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ আয়োজন।

কাউন্সিলর রাজিব আরও বলেন, যারা পুরো রমজান মাসে ব্রাউন কম্পাউন্ড মসজিদে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সাইকেল উপহার দেওয়া হবে। এজন্য তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ইন্তেকালে মিছবাহুর রহমান চৌধুরীর শোক

নূর নিউজ

আরাফার দিন রোজা রাখার ফজিলত

নূর নিউজ

বাংলাদেশী অধ্যাপকের বই স্থান পেলো মসজিদুল হারামের মাকতাবায়

নূর নিউজ