রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি হতে পারে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। কোন বিত্তশালীর হাতে নয়। রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি হতে পারে না।

শনিবার (২৩ জানুয়ারী) চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে দেশের মানুষের আসল ঠিকানা। একজন কর্মী হিসেবে কেউ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছি, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ মেয়র কিংবা কাউন্সিলর ও মেম্বার হয়েছি। কিন্তু আমাদের মূল ঠিকানা হচ্ছে দল। তাই দলের সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, আবুল কাশেম চিশতি, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনসহ অনেকে।

মন্ত্রী বলেন, ‘পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পেছনের মূল কারিগর হচ্ছে সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব ও দূরদর্শিতা। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাহস এবং ধৈর্য একই সাথে আমাদের সাংগঠনিক শক্তি। কিন্তু পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মাঝে আলস্য এসেছে। একই সাথে দলের মধ্যে কিছু সুবিধাভোগী, কিছু সুযোগসন্ধানী নানাভাবে অনুপ্রবেশ করেছে। ’

এ জাতীয় আরো সংবাদ

পদ্মায় ফেরি চলাচলে নতুন রুপ নির্ধারণ

নূর নিউজ

জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে

নূর নিউজ

কওমি মাদ্রাসা নিয়ে সংসদে নতুন উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

নূর নিউজ