রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত: জেলেনস্কি

চলমান সামরিক অভিযান নিরসনে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রায় ৯০ মিনিট ধরে রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দেন তিনি।

তবে এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর তা সম্প্রচারের বিষয়ে রুশ সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করেছে মস্কো। পুরো সাক্ষাৎকারে রুশ ভাষায় কথা বলেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে, ইউক্রেনে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তৃতীয় পক্ষ দ্বারা নিশ্চিত হতে হবে। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন,‘নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের অ-পরমাণু অবস্থা। আমরা এটির জন্য যেতে প্রস্তুত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কে আবারো ভূমিকম্প, প্রাণ হারিয়েছেন ১ জন

নূর নিউজ

রাশিয়ার গ্যাসের চালান ফিরিয়ে দিয়েছে ফিনল্যান্ড

নূর নিউজ

মক্কায় দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি সম্মেলন আগামীকাল শুরু

নূর নিউজ