রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে
– মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রাসূল সা. এর অনুপম আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, অশান্ত এ দুনিয়ায় একটি শান্তিময় দেশ গড়তে হলে সকল ক্ষেত্রে রাসূল সা. এর আদর্শের অনুসরণ ও অনুকরণ করতে হবে।
গতকাল সন্ধায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে “জাতীয় সিরাত সম্মেলন, সংবর্ধনা ও সিরাতুন্নাবী সা. মাহফিল” উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সীরাত প্রতিযোগিতা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা. মোঃ শহিদুল ইসলাম সহ মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ।