লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ভারি বৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি, যা অব্যাহত থাকতে পারে আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এর ফলে আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমে এগিয়ে দুর্বল হয়ে পরিণত হয়েছে লঘুচাপে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

১-২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে উপকূলের দ্বীপ ও চরগুলোতে। তিন নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বর্তমানে মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নূর নিউজ

২২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়ত

নূর নিউজ

শিক্ষার্থীরা আক্রান্ত হলে দায় নিত কে ? প্রশ্ন প্রধানমন্ত্রীর

আলাউদ্দিন