শবে কদরের খোঁজে আল আকসায় অসংখ্য মুসুল্লির রাতযাপন

ফিলিস্তিনে বৃহস্পতিবার ছিল রমজানের ২১তম রাত। পর দিন শুক্রবার আবার জুমা। তাই বেজোড় রাতে শবে কদর ও একইসাথে শুক্রবার জুমা আদায় করতে আল কুদসের (জেরুসালেম) মসজিদুল আকসায় সন্ধ্যার আগে থেকেই মুসুল্লিদের ঢল নামে।

বৃহস্পতিবার এই দুই উদ্দেশে এ জন্য মুসুল্লিদের সমাগম অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ছিল।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম আলকুদস জানায়, জুমা ও একইসাথে রমজানের ২১তম রাত হওয়ায় বৃহস্পতিবার ফজরের নামাজে হাজার হাজার মুসুল্লি অংশ নেন। যাদের বেশির ভাগ আগের দিন সন্ধ্যা কিংবা রাতে মসজিদে এতেকাফ ও রাতযাপন করেন।

তাছাড়া মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ ও নির্যাতনের প্রতিবাদ করতে বিভিন্ন ধর্মীয় সংগঠন শুক্রবার মুসুল্লিদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান করে। সে জন্য ফজর ও জুমায়ও অসংখ্য মুসুল্লি জড়ো হয়েছেন।

সূত্র : আল কুদস

এ জাতীয় আরো সংবাদ

নবিজির শহর মদিনা

নূর নিউজ

শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য

নূর নিউজ

কাতারে ইসলাম জানছে অমুসলিমরা, আসছে চিন্তার নানা পরিবর্তন

নূর নিউজ