আফ্রিকার প্রখ্যাত পীরে কামেল, শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভি (রহ.) ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি (রহ.)-এর খলিফা আল্লামা শায়খ ইব্রাহীম আফ্রিকী আজ (২ এপ্রিল, বুধবার) দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় আগমন করেন।
বেলা ১২টার দিকে তাঁর শুভাগমন উপলক্ষে জামিয়ার মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জামিয়ার নাযেমে তালিমাত মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদারসহ অন্যান্য উস্তাদগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শায়খ ইব্রাহীম আফ্রিকী দা. বা. এ বছর রমজান মাসে ঢাকায় ইতেকাফ করেছেন। তাঁর আগমনে ইসলাহী তায়াল্লুক, নসিহত এবং আমলি জিন্দেগীর সুন্দর পরিবেশ তৈরি হয়, উলামায়ে কেরামসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ উপকৃত হন।