শায়খ আহমাদুল্লাহ’র বাবার ইন্তেকাল

প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বাবা মো. দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে এই তথ্য জানানো হয়।

শায়খ আহমাদুল্লাহর বাবা দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। দীর্ঘদিন তিনি যশোর ও সাতক্ষীরায় ব্যবসা করেছেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ছিলেন। ছয় সন্তানের মধ্যে শায়খ আহমাদুল্লাহ দ্বিতীয়। বাবার মাগফিরাতের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন আহমাদুল্লাহ।

মৃত্যুর সময় শায়েখ আহমাদুল্লাহর পিতা দেলোয়ার হোসেনের বয়স হয়েছে ৭০ বছর। তিনি স্ত্রী চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এ জাতীয় আরো সংবাদ

কোটা আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে : ওবায়দুল কাদের

নূর নিউজ

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

নূর নিউজ

দলীয় পদ পেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নূর নিউজ