শিরিনের নামে সাংবাদিকতায় পুরস্কার চালু হচ্ছে

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার আলজাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহর নামে পুরস্কার চালু হচ্ছে।

মরক্কোর বাইত মাল আল কুদস এজেন্সি নামে সংস্থা শনিবার সাংবাদিকতায় এ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।

সংস্থাটি চালু করেছিলেন মরক্কোর প্রয়াত বাদশাহ দ্বিতীয় হাসান। মরক্কোর বাইত মাল আল ১৯৯৫ সালে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অনুমোদন পায়।

১৯৯৮ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সমাজের কল্যাণমূলক কাজ শুরু করে। জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসা পরিচালনায় ১৯৭৫ সালে গঠিত আল কুদস কমিটির একটি সহযোগী সংহঠন।

এ কমিটির স্থায়ী সদস্য মরক্কো। আল কুদসের সহযোগী সংস্থা মরক্কোর মরক্কোর বাইত মাল আল কুদস এজেন্সি।

জেরুজালেমে নির্যাতিত মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জেরুজালেমে জন্ম প্রখ্যাত সাংবাদিক শিরিনের নামে ঘোষণা করা পুরস্কারের জন্য জুরি বোর্ডে থাকবেন মরক্কো ও ফিলিস্তিনের বিশিষ্ট সাংবাদিকরা।

উল্লেখ্য, মার্কিন নাগরিক হয়েও জন্মভূমির টানে গত দুই দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে বিশেষ করে পশ্চিমতীরে সাংবাদিকতা করে গেছেন ৫১ বছর বয়সি আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। গত ১১ মে ইসরাইলি সেনাবাহিনীর স্নাইপার পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে এই সাহসী সাংবাদিককে।

এ জাতীয় আরো সংবাদ

সেনা অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি ও অং সান সু চি আটক

আলাউদ্দিন

বাংলাদেশী অধ্যাপকের বই স্থান পেলো মসজিদুল হারামের মাকতাবায়

নূর নিউজ

কলকাতায় ডিমের ডজন ৬১, ঢাকায় ১৩০ টাকা

নূর নিউজ