সংযুক্ত আরব আমিরাতে মসজিদের কাছে বিমান বিধ্বস্ত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জামে মসজিদের কারপাকিংয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় পাইলট আহত হয়েছেন।

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, একক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত জেটটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর কেন্দ্রে অবস্থিত একটি বিশেষ বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু দেশের বৃহত্তম সাদা মার্বেল মসজিদের কাছে বিধ্বস্ত হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম-এর তথ্য মতে, জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) জানিয়েছে, দুর্ঘটনার ফলে বিমানের পাইলট আহত হয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিসিএএ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটি সেই সময় বিমানবন্দরে যাচ্ছিল।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানের জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

নূর নিউজ

ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তার ঘোষণা সৌদি যুবরাজের

নূর নিউজ

আগামী মাসে বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী

আলাউদ্দিন