সরকার পতনের জন্য ৩ সেপ্টেম্বর খুলনায় সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম বলেন, যারা খুন-গুম হচ্ছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর কোন দয়া নেই। এ সময় সরকার পতনের জন্য আগামী ৩ সেপ্টেম্বর খুলনায় সমাবেশ ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আঙুল বাঁকা করে ইসলাম, দেশ ও মানবতা বিরোধী সরকারকে বিদায় করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা সদর থানা কমিটির উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (৯ আগস্ট) বিকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর থানা ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ আবু তাহের।

প্রতিনিধি সম্মেলন থেকে আগামী ৩ সেপ্টেম্বর খুলনায় সমাবেশ ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ওবায়দুল কাদের ক্ষমতাহীন, তার কথার গুরুত্ব নেই: ফখরুল

নূর নিউজ

বাংলাদেশে আন্দোলন-গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের বিবৃতি

নূর নিউজ

নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

নূর নিউজ