সাত পরিবার মিলে একগরু কোরবানি দিলে কি কোরবানি জায়েজ হবে

‘সাত পরিবার’ বলতে যদি উদ্দেশ্য হয় সাত পরিবার থেকে ‘সাতজন’, তাহলে কুরবানী হবে।

আর যদি ‘সাত পরিবার’ বলতে ‘প্রতি পরিবারের একাধিক সদস্য মিলে এক ভাগ’, তাহলে উক্ত কুরবানী হবে না।

কারণ, এক গরুতে কেবল মাত্র ‘সাতজন ব্যক্তি’ শরীক হতে পারে। তা এক পরিবার থেকে হোক বা একাধিক পরিবার থেকে হোক।

সাতজনের অতিরিক্ত হয়ে গেলে উক্ত কুরবানী হবে না।

জাবির রাঃ থেকে বর্ণিত। তিনি বলেনম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জের ইহরাম বেঁধে রওনা হলাম। অতঃপর তিনি উট ও গরুতে আমাদের মধ্যে সাতজন করে শরীক হবার (ও কুরবানী করার) নির্দেশ দিলেন। [সহীহ মুসলিম, হাদীস নং-১৩১৮, ৩০৪৯]

-সূত্র আহলে হক মিডিয়া

এ জাতীয় আরো সংবাদ

শবে বরাত, করণীয় ও বর্জনীয়

নূর নিউজ

জিলহজ মাসের যেসব আমল আল্লাহর অনেক প্রিয়

নূর নিউজ

যে সুরা তেলাওদয়াত করলে অভাব থেকে নিরাপদ থাকবেন

নূর নিউজ