সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

নূর নিউজ: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মণ্ডলের ছেলে রামপদ মণ্ডল ও একই এলাকার মৃত বনমালী মণ্ডলের ছেলে অতিঙ্কার মণ্ডল।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ

জমজম কূপের প্রধান প্রকৌশলী ইয়াহিয়া হামজা আর নেই

আলাউদ্দিন

আলোচিত সেই মালেক ড্রাইভারের মামলার রায় ২০ সেপ্টেম্বর

নূর নিউজ