সৌদিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্টের কারণে গ্রেফতার

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরাইল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইসরাইল ও মিডল ইস্ট আই

ইসরাইল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা।

এদিকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরাইলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা যাচ্ছে। এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।

এ জাতীয় আরো সংবাদ

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

নূর নিউজ

সৌদিতে সম্মাননা দেয়া হবে শাহরুখ খানকে

নূর নিউজ

টেক্সাসের গর্ভপাত আইন বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করলেন বাইডেন

নূর নিউজ