সিনহা হত্যা মামলা,পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষীর সাক্ষ্য শুরুর মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

গতকাল রোববার প্রথম দিনে ৬ সেনা সদস্যের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ নিয়ে এ মামলায় রোববার (১০ অক্টোবর) পর্যন্ত ২৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম  বলন, রোববার (১০ অক্টোবর) পর্যন্ত ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২৭তম সাক্ষীর সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে আমরা আজ সোমবার (১১ অক্টোবর) ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রদ্রোহিতা মামলা : আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে প্রতিবেদন ৩ মার্চ

আলাউদ্দিন

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নূর নিউজ

তফসিল ঘোষণার দিন হবে সরকারের অন্তিম যাত্রা: রিজভী

নূর নিউজ