সিলেটে মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে সিলেটে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয়।

বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাম গণতান্ত্রিক জোট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। জোটের নেতাকর্মীরা মোদী বিরোধী স্লোগান দিতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বামজোটের নেতাকর্মীরা জানান, বিক্ষোভকারীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া তরুণীদেরও নির্মমভাবে লাঠিপেটা করা হয়।
মিছিল থেকে দুই তরুণীসহ বাম গণতান্ত্রিক জোটের ৭ জনকে আটক করেছে পুলিশ।

সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ বলেন, বিক্ষোভের চেষ্টাকালে পুলিশ ৭ জনকে আটক করেছে। আটকদের মধ্যে দুই তরুণী রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

নূর নিউজ

ময়মনসিংহে কাদিয়ানী সেন্টার উদ্বোধনের ঘটনায় তীব্র নিন্দা আল্লামা ইয়াহিয়ার

নূর নিউজ

লোক দেখানো নোটিশ নয় স্বচ্ছ নির্বাচন আয়োজন ও ইভিএম নিয়ে সংশয় দূর করুন

নূর নিউজ