সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবদুল নবী হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সাইফুলের ভাগ্নে রিফাত জাহান অপু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বড় বোনের জামাই মাইনুদ্দিনের সঙ্গে সৌদি আরবে থাকতেন সাইফুল। ১১ এপ্রিল রাতে হাইল শহরে সাইফুলের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সাইফুলের মৃত্যু সংবাদটি মাইনুদ্দিন মোবাইলফোনের মাধ্যমে কটিয়াদীর গ্রামের বাড়িতে জানান।

নিহত সাইফুলের মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিকে জীবিকার তাগিদে সাইফুলের সৌদি আরবে গিয়ে নিহত হওয়ায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২

এ জাতীয় আরো সংবাদ

১৯ দিনে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

নূর নিউজ

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

নূর নিউজ

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকের আধিপত্য, তবে অভাব দক্ষতার

নূর নিউজ