স্কুল-কলেজের পর এবার বন্ধ থাকবে মাদরাসা

তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-কলেজের পর এবার দেশের সব মাদরাসাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় ২৮ এপ্রিল মাদরাসা যথারীতি খুলবে।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশে পরিবর্তন আসতে পারে। এর আগে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ জাতীয় আরো সংবাদ

হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা মুমতাজুল করিমের ইন্তেকাল

নূর নিউজ

‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’

নূর নিউজ

জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আ.লীগ : কাদের

নূর নিউজ