স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে সাত জনের নাম জানা গেছে। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।

তারা হলেন – মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদ (মরণোত্তর)।

এর আগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন শহিদ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। তখন তিনি জানিয়েছিলেন, পুরস্কারপ্রাপ্ত বাকিদের নামেও চমক থাকবে।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো “স্বাধীনতা পুরস্কার”। প্রতি বছরই কয়েকটি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। স্বাধীনতা পদক দেওয়া হয় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

ডেঙ্গুর হটস্পট ঢাকার ১৭ এলাকা

আনসারুল হক

সহস্রাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসে যোগ দিলেন মুফতি নুর হোসাইন নুরানী

আনসারুল হক

ছাত্র খেলাফতের উদ্যোগে ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আনসারুল হক