সড়ক দুর্ঘটনায় প্রবাসী ৩ ছাত্রের মৃত্যুতে আওয়ামী লীগের দোয়া মাহফিল

কাতার প্রতিনিধি: গত ২৬ শে মার্চ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী ৩ জন মেধাবী ছাত্রের মৃত্যুতে সমগ্র কাতার প্রবাসীদের মধ্যে চলছে শোকের মাতম। তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত করে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় কস্তুরি রেস্টুরেন্টে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।

সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ, উপদেষ্টা এস এম ফরিদুল হক, কফিল উদ্দিন, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী বাবু এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন খান ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আরও বক্তব্য রাখেন, নূর আলম, নূরুল আবছার বাবুল, হাবিব ভূঁইয়া, বাবু হারান শীল, মশিউর রহমান মিঠু, সেলিম রেজা, আতিকুল মাওলা মিটু, আল আমিন খান, মিলন জামান, নাসিম, লিমন, শফিকুল আলম তুতু ও আব্দুল হামিদ আরো অনেকে।

এসময় কাতার শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসীদের জন্য আলাদা রঙের পাসপোর্টের প্রস্তাব

নূর নিউজ

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

নূর নিউজ

কাতারে উদ্বোধন হলো বিগ বাই হাইপার মার্কেট

নূর নিউজ