হজের খুতবায় যা বললেন শায়খ মুহাম্মদ ইসা

আজ শুরু হয়েছে পবিত্র হজ। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা দিচ্ছেন শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

খুতবায় তিনি বলেন, হে ঈমানদারগণ! আল্লাহর ইবাদত কর। আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর ইবাদত কর। মুসলমানরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন।

খুতবায় বলা হয়, আল্লাহ তায়ালা তাঁর নবীর মাধ্যমে যে সব ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তা পালন করতে হবে। তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সব কিছু জানেন। আল্লাহ জাকাত দিতে আদেশ করেছেন। রোজা ও নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়াকারীরা আল্লাহর নৈকট্য লাভ করে।

খুতবায় আরও বলা হয়, দীনের দাওয়াত দেও। আল্লাহ বলেন, মানুষকে ক্ষমা করো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের দিন আমার অনেক কাছে থাকবে। মুসলমানদের উচিত ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা।

হজের খুতবায় বলা হয়, মুসলমানদেরকে মানুষের উপকার করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতার গুরুত্ব দেয়া ও সম্মান করা মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়। সবচেয়ে বড় নেয়ামত হলো তাওহিদ।

খুতবায় বলা হয়, যে জিনিস হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে তা থেকে দূরে থাকার কথা বলে ইসলামী মূল্যবোধ। আল্লাহ বলেন, মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সকল মানুষই আদম আ. এর বংশধর। আদম আ. মাটির তৈরী। নেক কাজে তাড়াহুড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কষ্ট দূর করতে পারে না।

এ জাতীয় আরো সংবাদ

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

নূর নিউজ

বাইডেনের সফরের সময়ই সৌদি নাগরিকদের নতুন সুখবর দিল যুক্তরাষ্ট্র

নূর নিউজ

ডলারের ওপর চাপ কমাতে সৌদি থেকে বাকিতে জ্বালানি তেল চায় সরকার

নূর নিউজ