হাইকোর্টে হেফাজতের চার কর্মীর জামিন

নূর নিউজ: চট্টগ্রামের পটিয়া থানার মামলায় হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনপ্রাপ্ত অপর দুইজন হলেন- মাওলানা ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন।

বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৩ আগস্ট) এ জামিন দিয়েছেন। জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে হেফাজত কর্মী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আসত্মাইল গ্রামের মনির সরদারকে জামিন দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। মোল্লারহাট থানায় করা মামলায় গত ২২ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামীর পক্ষে হাইকোর্টে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে অবৈধ বিদেশিদের ক্ষমার সুযোগ, জরিমানায় অর্ধেক ছাড়

আনসারুল হক

নুরের বাসায় অভিযানের কারণ জানালেন ডিবি প্রধান

নূর নিউজ

মাওলানা কালিম সিদ্দিকীকে মুক্ত করতে লড়বেন মাহমুদ মাদানী

নূর নিউজ