হাইকোর্টে ৫৩ বেঞ্চ গঠন, কাজ শুরু করবেন নবনিযুক্ত ১১ বিচারপতিও

সোমবার (১ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এসব বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ পরিচালিত হবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে প্রধান বিচারপতির স্বাক্ষরে রোববার (৩১ জুলাই) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে জানানো হয়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে নবনিযুক্ত ১১ বিচারপতি বিচারিক কাজে অংশগ্রহণ করবেন।

এর আগে নিয়োগ পাওয়া নতুন ১১ জন বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। বিকেল সাড়ে চারটার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান হয়।

এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া ১১ বিচারপতি হলেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী একে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।

এ জাতীয় আরো সংবাদ

আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে

নূর নিউজ

গভীররাতে বিধবার বাড়িতে ধরা পড়লো এএসআই

নূর নিউজ

তারেক জিয়া ও জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নূর নিউজ