হাজি সাহেব হুজুরের মৃত্যুতে খতমে নবুওয়াতের শোক

আল্লামা হাবিবুর রহমান হাজী সাহেব হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) এক শোক বাণীতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আল্লামা হাবিবুর রহমান হাজী সাহেব হুজুর একজন প্রবীণ ও প্রথিতযশা আলেমেদীন ছিলেন। তিনি ইলমে হাদীস ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে জীবনের শেষ পর্যন্ত হাদীসের মসনদে বসে ইলমপীপাসু তালেবে ইলমদের মাঝে হাদিসে নববীর দরস দিয়েছেন।একাধারে কয়েকটি মাদরাসার শাইখুল হাদীস ছিলেন তিনি। বহু মসজিদ, মদরাসা প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তিনি। তার যোগ্যতা ও দক্ষতা তাঁ‌কে সম্মান ও মর্যাদার স‌র্বোচ্চ আস‌নে সমাসীন ক‌রে‌ছিল। এ মহান আলে‌মের মৃত্যু‌তে আমি গভীর শোক প্রকাশ কর‌ছি

এসময় তিনি শাইখুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ.)-এর মাগফেরাত কামনা করে বলেন, মহান রব্বুল আলামিন হাজী সাহেব হুজুরের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সেই সাথে পরিবার পরিজন, ছাত্রসহ সকল ভক্ত-অনুরক্তকে সবরে জামিল করার তৌফিক দিন, আমীন।

এ জাতীয় আরো সংবাদ

‌আল্লামা আহমদ শফীর মিশন বাস্তবায়নে কাজ করেছিলেন আল্লামা আবুল কাসেম ভূঁইয়া’

নূর নিউজ

আল্লামা মুফতি নূর আহমদ (রহ.) এর স্বহস্থে লিখিত সংক্ষিপ্ত জীবনী

নূর নিউজ

হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা মুমতাজুল করিমের ইন্তেকাল

নূর নিউজ