হাজীদের মাঝে ২০ লাখ কোরআনের কপি বিতরণ করেছে সৌদি সরকার

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফেরত হাজিদের মাঝে ২০ লাখ কোরআনের কপি বিতরণ করা হয়েছে। জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা ইসলামিক বন্দর এবং দেশের অন্যান্য বিমানবন্দর ও বন্দর থেকে দেশ ফেরত হজযাত্রীদের মাঝে এই কপিগুলো বিতরণ করা হয়।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কোরআনের এই কপিগুলো বিতরণ করে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

আখবার ২৪ ডট কমের খবরে বলা হয়েছে, হাজযাত্রীরা সৌদি আরব ত্যাগ করার সময় তাদের পবিত্র কোরআনের ২০ লাখ কপি উপহার দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মদিনার কোরআন প্রকাশনা প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্স থেকে প্রকাশিত কপিগুলো হাজিদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে। পবিত্র কোরআনের এই কপিগুলো বিভিন্ন আকারের। ৭৬ টিরও বেশি ভাষায় পবিত্র এর অনুবাদ করা হয়েছে।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, উপহার হিসেবে পবিত্র কোরআনের কপি পাওয়া সৌভাগ্যের বিষয়। হাজিদের কোরআনের কপি উপহার দেওয়ায় সৌদি নেতৃত্ব ধন্যবাদ পাওয়ার যোগ্য।

এ জাতীয় আরো সংবাদ

চীনে ফের করোনার প্রাদুর্ভাব, বিধিনিষেধের কথা ভাবছে আমেরিকা

নূর নিউজ

“সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনা”

নূর নিউজ

সব সামর্থ্য এক করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে

নূর নিউজ