হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়ার স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন (শনিবার) বাদ মাগরিব নিউইয়র্কের আন-নূর ইনস্টিটিট হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক মুফতী মুহাম্মদ ইসমাঈল। দোয়ায় অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, উলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।

দোয়া পূর্বে সভাপতির বক্তব্যে মুফতী মুহাম্মদ ইসমাঈল বলেন, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. ছিলেন দেশ ও জাতির কল্যাণে সদা নিবেদিতপ্রাণ একজন কর্মমূখর ও প্রথিতযশা আলেমে দ্বীন। ইখলাস, সুন্নাহর পাবন্দ ও সাদাসিধে জীবন যাপন ছিল তাঁর অনন্য বৈশিষ্ট্য। তিনি আমৃত্যু তা’লিম-তারবিয়্যাহর পাশাপাশি ঈমান-আক্বীদা সংরক্ষণ, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া নিষ্ঠা ও দক্ষতার সাথে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব সামলেছেন।

তিনি আরও বলেন, বর্ষীয়ান এই আলেমে দ্বীনের ইন্তেকালে বাংলাদেশের ইলমি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হল, তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতে আ’লা মাক্বাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,শুভাকাঙ্খী, সহকর্মী ও ছাত্রদের ধৈয্য ধারণ করার তাওফিক দান করুন।

উপস্থিতির একাংশ…..

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক হিদায়াহ মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুস সামাদ, ইলমহার্স ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মুফতী ফয়সাল আহমদ, দারুল কুরআন ওয়াস্ সুন্নাহর শিক্ষক মুফতী ফাহাদ, আন-নূর ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা শাহীদ মিয়া, মসজিদে কুবা ব্রকলিনের খতিব মাওলানা কারী আদনান, আন-নূর মসজিদের ইমাম মাওলানা ইয়াসীন, আন-নূর মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, আন-নূর ইনস্টিটিউটের ইমাম মাওলানা ফাহীম, আল-আরাফাহ মসজিদে ইমাম ও খতিব মুফতী সায়ীদুর রহমান, বায়তুর রিদওয়ান মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুন্নবী, দারুল কুরআন ওয়াস্ সুন্নাহর শিক্ষক মুফতী উসমান গণী প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা হাসান মিয়া। গণমাধ্যমে বার্তা প্রেরণ করেন মাওলানা আবু তাহের।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে ইলিশের নামে ‘সার্ডিন’ কিনে প্রতারিত প্রবাসীরা

নূর নিউজ

নিউইয়র্কে মান্নান হালাল সুপার মার্কেটে ডাকাতি

আনসারুল হক

চীনকে ঠে’কাতে ২০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা বাইডেনের

নূর নিউজ