হাসপাতালে ভর্তি দেওবন্দের উস্তাদুল বুখারী মুফতি আমিন পালনপুরী

দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, মুফতি আমিন আহমাদ পালনপুরীর হঠাৎ করেই শারিরীক দুর্বলতা দেখা দিয়েছেন। অনেক বেশি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী। মুফতি আমিন আহমাদ বর্তমানে যশোরের কুইন্স হস্পিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুফতি ওমর ফারুক সন্ধীপী জানান, ২১ অক্টোবর (শুক্রবার) ৮ দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমান যোগে যশোরের মাসনা মাদরাসায় বয়ান পেশ করতে যান। সেখানে পৌঁছার পর থেকেই অসুস্থতা বোধ করেন।

আজ শনিবার দুপুর ১২ টায় যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।

এ জাতীয় আরো সংবাদ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ আজ উদ্বিগ্ন’

নূর নিউজ

ডেঙ্গিতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

নূর নিউজ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

নূর নিউজ