হিজাব ইস্যু নিয়ে ঢাবি ভিসি বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি

পরিচয় শনাক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের হি’জা’ব না খুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ভাইবা বোর্ডে নিকাব ও হিজাব পরিহিতদের হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ পরামর্শ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ–সমাবেশ শেষ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য হিজাব নিকাব খোলার কথা বলা হয়। কিন্তু এখন তথ্যপ্রযুক্তির যুগে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলছি, তাতে তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে না পারেন, তাহলে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে দেব। অন্যথায় নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করুন। আমাদের বোনদের অযথা হয়রানি করবেন না।’

এ জাতীয় আরো সংবাদ

২০২১ সালের পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

আলাউদ্দিন

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

নূর নিউজ

কমতে পারে কোরবানির পশুর দাম

আনসারুল হক